জামালপুরে ৪ হাজার ১০ পিচ ইয়াবা উদ্ধার সহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জামালপুর সদরের দয়াময়ী মোড় এলাকার খন্দকার আলী আকবর আজম (৪৬), বোষ পাড়া এলাকার শাহরিয়ার আহমেদ শিপু (৩০), কাচাসড়া এলাকার সাগর রহমান শাকিল(২৫)।রবিবার (২৭ জুলাই) বিকাল ৪ টায় জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি কার্যালয় সুত্রে জানা গেছে, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিব এর নেতৃত্বে প্রতিনিয়ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ৷ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬ টায় শহরের দয়াময়ী মোড় এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহরিয়ার আহমেদ শি এবং সাগর রহমান শাকিলকের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার কর হয় । ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে দ্বিতীয় দফায় খন্দকার আলী আকবর আজমের বাসায় রবিবার গভীর রাতে বোষপাড়া এলাকার সাততলা ভবনের চতুর্থ তলা থেকে আকবর আজমকে গ্রেফতার করা হয়। তার দেহ ও বাসায় তল্লাশী চালিয়ে ১৪০০ পিস ইয়াবা (পলিথিন পুটলায়), ৬০০ পিস ইয়াবা (জিপার ব্যাগে), ২০০০ পিস ইয়াবা (আলমারিতে রাখা ৪০টি পোটলায় মোট ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মুল্য ১২ লক্ষ ৩ হাজার টাকা। এ ছাড়াও ১ গ্রাম ইয়াবা গুড়া এবং নগদ ২৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবির ওসি মো: নাজমুস সাকিব জানান,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় জামালপুর সদর থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম বলেন, জামালপুর জেলা পুলিশ বরাবরই মাদক ও অপরাধ নির্মূলের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা বিশ্বাস করি, মাদক একটি সামাজিক ব্যাধি, যা শুধু ব্যক্তি নয়, একটি গোটা প্রজন্মকে ধ্বংস করতে সক্ষম। এই প্রেক্ষাপটে মাদকবিরোধী অভিযান আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরো জানান, জামালপুর জেলার গোয়েন্দা শাখা (ডিবি-১) সম্প্রতি যে সফল অভিযান পরিচালনা করেছে, তা শুধু প্রশংসনীয় নয়, বারা অনুকরণীয়। এই অভিযান পরিচালনায় ডিবি-১ এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিব এর বলিষ্ঠ নেতৃত্ব, পেশাদারিত্ব, গোয়েন্দা দক্ষতা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর নিখুঁত পরিকল্পনা ও গোয়েন্দা কার্যক্রমের সমন্বয়ের ফলেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সম্ভব হয়েছে, যা জেলার মাদকবিরোধী অভিযানকে একটি নতুন মাত্রা দিয়েছে। শুধু অভিযান পরিচালনাই নয়, অভিযান পরবর্তী আইনগত প্রক্রিয়াগুলোও অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে, যা জননিরাপত্তা নিশ্চিত করার পথে আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। আমি ডিবির সম্মানিত অফিসার ইনচার্জ জনাব নাজমুস সাকিব ও তাঁর টিমের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরো বলেন, এই ধরনের অভিযান জেলা পুলিশকে জনসচেতনতার পাশাপাশি জনগণের আস্থার প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জেলা পুলিশ মাদক নির্মূলে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান চলমান থাকবে। এ প্রসঙ্গে আমি সকল সম্মানিত সাংবাদিক, নাগরিক সমাজ, জনপ্রতিনিধি ও গণমানুষকে অনুরোধ করবো, আপনারা তথ্য দিন আমরা আইনি ব্যবস্থা নেবো। মাদকমুক্ত জামালপুর গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। একসাথে কাজ করলেই তা সম্ভব।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com