প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৫৮ পি.এম
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রবিবার সকাল সাড়ে ৭ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ প্যারেডের অভিভাদন গ্রহণ করেন আরএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। অভিভাদন গ্রহণের পর পুলিশ কমিশনার মহোদয় তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন: "প্যারেড শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একজন পুলিশ সদস্যের ফিজিক্যাল ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং শৃঙ্খলাবোধের প্রতীক। সৌভাগ্যের বিষয়, প্যারেড শারীরিক ফিটনেস ধরে রাখারও সুযোগ তৈরি করে”। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব নাসিদ ফরহাদ।
মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও আরএমপি’র অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com