প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৬:২৫ এ.এম
লাখে ১৫ হাজার’ মুনাফার প্রলোভন: সীতাকুণ্ডে শতকোটি টাকা প্রতারণায় গ্রেপ্তার তরুণ

ফেসবুক-ইউটিউব প্ল্যাটফর্মে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সীতাকুণ্ডের তরুণ আব্দুল হান্নান মিয়াজী শতকোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ২৫ বছর বয়সী হান্নান মিয়াজী নিজেকে ‘ফ্রিল্যান্সার’ পরিচয়ে তুলে ধরে বিনিয়োগ কারীদের সঙ্গে চুক্তি করেন। চুক্তিতে প্রতি লাখ টাকায় মাসে ১০–১৫ হাজার টাকা লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়। শুরুতে কয়েক মাস লভ্যাংশ দিলেও পরে তিনি আত্মগোপন করেন।
সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের বাসিন্দা হান্নান মিয়াজীর বিরুদ্ধে অন্তত এক হাজার ব্যক্তি অভিযোগ করেছেন। কেউ কেউ জমি বিক্রি করে, কেউবা ব্যাংকের সঞ্চয় ভেঙে তার কথায় বিনিয়োগ করেন। সর্বোচ্চ একজনের কাছ থেকে তিনি নিয়েছেন ১ কোটি ৮৪ লাখ টাকা।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, “প্রাথমিক তদন্তে প্রতারণার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। একটি মামলা হয়েছে, আরও অভিযোগ তদন্তাধীন।”
বিনিয়োগকারীদের দাবি, হান্নান কারাগার থেকেও হুমকি দিচ্ছেন এবং রাজনৈতিক প্রভাবশালীদের নাম ব্যবহার করে ভয় দেখাচ্ছেন।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফখরুল ইসলাম বলেন, “ফেসবুক-ইউটিউবে অর্থ বিনিয়োগের কোনো বৈধতা নেই। অস্বাভাবিক
মুনাফার প্রলোভনে কাউকে টাকা দেওয়া আত্মঘাতী।”
ডিজিটাল পেশার আড়ালে এ ধরনের প্রতারণা থামাতেপ্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com