প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৬:২৭ এ.এম
বরিশালে পুত্রের হাতে পিতা খুন! খুনি পুত্র স্থানীয়দের হাতে আটক

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে পিতা খুন।
হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২৭ জুলাই রোববার দুপুর আনুমানিক ১:৩০ মিনিটে সময় মসজিদে নামাজে যাওয়ার পথে সাবেক বিদ্যুৎ কর্মী মোঃ শাহ আলম খান(৬৫) কে নিজ পুত্র মোঃ শাহারিয়ার শিমুল (৩৫) কুপিয়ে হত্যা করে।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি নিহত পিতার গলায় আটকে থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণে ঘটনাস্থলেই পিতা নিহত হন।এ ঘটনায় স্থানীয়রা ঘাতক পুত্রকে আটক করে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেন।
প্রতিবেশীরা জানান নিহত সাহে আলমের দুই বিয়ে ঘাতক শিমুল তার প্রথম স্ত্রী মৃত শেফালীর পুত্র তিনি মাদকাসক্ত ও নেশার টাকার জন্য প্রতিনিয়ত তাকে চাপ প্রয়োগ করতেন।
প্রতিবেশীর আরো জানান টাকা পয়সার দাবিতে আজ সকাল ১১ টার সময় পিতার সাথে পুত্রের বাক বিতন্ডা হয় তারই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ঘাতক শিমুলকে স্থানীয়রা আটক করলে আমরা তাকে গ্রেফতার করি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com