প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৬:২৯ এ.এম
পিরোজপুরে চকলেট কিনতে গিয়ে ধর্ষিত মাদ্রাসা ছাত্রী! ধর্ষক দোকানি গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদে দোকানে চকলেট কিনতে গিয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।শনিবার বিকেলে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর খালা। পুলিশ অভিযুক্ত মনির হোসেন ফরাজীকে (৫৫) ওই দিন রাতে গ্রেফতার করে।
শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনির হোসেন ফরাজী একই এলাকার মৃত হালিম ফরাজীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী বাড়ি থেকে টাকা নিয়ে বাড়ির পাশে মনির হোসেন ফরাজীর মুদি দোকানে চকলেট কিনতে যায়। এসময় দোকানের আশপাশে লোকজন না থাকায় দোকানি ভুক্তভোগীকে দোকানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।এসময় দোকানি শিশুটিকে ১০০ টাকা তার হাতে দিয়ে পরে আরো টাকা দিবেন বলে বিষয়টি কাউকে না বলার জন্য বলে। এসময় ওই দোকানে গিয়ে অন্য এক শিশু বিষয়টি দেখে চিৎকার দিলে ভুক্তভোগীর খালা এসে দোকানের ভিতর থেকে তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত মনির হোসেন পালিয়ে যায়।
পরে এ বিষয়ে শনিবার বিকেলে শিশুটির খালা বাদী হয়ে মনির হোসেন ফরাজীকে আসামি করে নেছারাবাদ থানায় ধর্ষণের মামলা করেন।নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার ধর্ষনের শিকার ছাত্রীকে ডাক্তরী পরীক্ষার জন্য সিভিল সার্জনের কার্যালয়ে এবং গ্রেফতার করা আসামী মনির হোসেন ফরাজীকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com