জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট এক ব্যবসায়ী নিহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায় (২৭ জুলাই) রোজ রবিবার রাত ১০টায় জামালপুর থেকে মাছ ও মুরগির খাদ্যবাহী ব্যাটারি চালিত অটো ও ঢাকা গামী আকাশ বাস মুখোমুখি সংঘর্ষ হয়, এ সময় আব্দুর রাজ্জাক লন্ডনী( ৪২)নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়, স্থানীয়রা বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত আব্দুর রাজ্জাক লন্ডনি কুড়িগ্রাম জেলা রওমারী সদর ইউনিয়ন বামুনের চর গ্রামের জহিরুদ্দিনের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, সে লন্ডন থেকে লেখাপড়া করে আসায় তাকে সবাই আব্দুর রাজ্জাক লন্ডনী নামে ডাকে, তিনি একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ রৌমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এলাকায় তার জনকল্যাণমূলক অনেক কাজের অবদান রয়েছে, তার দুইজন সন্তানও রয়েছে।বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সংবাদকর্মীদের জানাই, এক্সিডেন্টের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়, আকাশ নামের বাস গাড়িটি বকশীগঞ্জ থানা হেফাজতে রয়েছে ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com