রবিবার দুপুর ২ টায় সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাছিম মাহমুদ জয় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চক সোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী (নেভি) ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন নাছিম মাহমুদ জয়। ছুটিতে নিজ গ্রাম আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির চক সোনারে এসেছিলেন তিনি। রবিবার দুপুরে নওগাঁর উদ্দেশ্যে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেলগেট এলাকায় মোটরসাইকেল নিয়ে বেখেয়ালিভাবে পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com