প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৬:৪৩ এ.এম
দুমকিতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দে উপজেলা মৎস্য অধিদপ্তরে’র সাফল্য

দুমকিতে মৎস্য সম্পদ রক্ষায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প(মৎস্য অধিদপ্তরের অংশ)এর আওতায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নদী,খাল,ও বিলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়।রবিবার (২৭ জুলাই)-রাজাখালী, চরবয়রা ও জলিশা এলাকা থেকে ২৩টি নিষিদ্ধ চাইনিজ দুয়ারী জাল জব্দ করা হয়। এসব জালের বাজার\\'মূল্য প্রায় ১ লাখ টাকা।
পরবর্তীতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক-এর উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা- দৈনিক "প্রতিচ্ছবি\\'কে" জানান, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে, স্থানীয়দের মাঝে প্রশংসার ঝড় ওঠে। পরিবেশ ও জলজ সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com