প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৬:৪৪ এ.এম
বরিশালে কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজে ধীরগতি! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিদর্শন শেষে ৩/৪ মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করার আশ্বাস

বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল টিম। রোববার (২৭ জুলাই) মাঠ পরিদর্শন করতে গিয়ে কাজের অগ্রগতি ও শ্রমিকদের উপস্থিতি নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন তারা।
যদিও নির্ধারিত সময়ে বরিশালবাসীকে ভালো একটি খেলার মাঠ উপহার দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। তবে ক্রিকেট প্রেমীদের মাঝে হতাশা রয়েছে।
মাঠ পরিদর্শন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র গ্রাউন্ড ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলেন, বরিশালবাসীকে আমরা ভালো একটি খেলার মাঠ দিতে চাই, এর কোন কমতি নেই। বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সংস্কার কাজ দীর্ঘদিন আগে শুরু হলেও নানান টানাপোড়ন ছিল, কাজে টেকনিক্যাল সমস্যা ছিল। যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল টিম চিহ্নিত করে এবং তা সমাধানের জন্য কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, এরই মধ্যে প্যাভিলিয়ন ভবনের ও মিডিয়া ব্লকের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে, গ্যালারির শেড বসানোর কাজ কমপ্লিট হয়েছে। এখন গ্যালারিতে চেয়ার বসানোর কাজ চলমান। বিভিন্নভাবে এ স্টেডিয়ামের গ্যালারিতে ১৫ হাজার ৬শ চেয়ার বসবে, যা তিন মাসের মধ্যে হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন বলেন, এখানকার ফ্লাড লাইট অনেক আগে লাগানো হওয়ায় এবং দীর্ঘদিন ব্যবহার না করার তা অকেজো হয়ে গেছে। ৫-৬ মাসের মধ্যে এর কাজও হয়ে যাবে। সাবস্টেশন, ট্রান্সফার বসানো, ইলেকট্রিক ওয়ার বসানোসহ বিভিন্ন কাজের মধ্যে কিছু কাজ শেষ হয়েছে কিছু শেষের পথে। এর মধ্যে মাঠের কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি ৩/৪ মাসের মধ্যে সে কাজও শেষ হয়ে যাবে।
তিনি বলেন, সিলেটের মতো এখানকার মাঠেও উন্নতমানের ঘাস লাগানো হবে এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা থাকবে। যাতে মুষলধারে বৃষ্টি হলেও আধ ঘণ্টার মধ্যে মাঠ শুকিয়ে যায়।
সংস্কার শেষে আগামী বিপিএলের কোন খেলা এ মাঠে অনুষ্ঠিত হওয়া সম্ভব হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান চেয়ারম্যান সম্প্রতি এ মাঠ পরিদর্শন করেছেন। তিনি যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী কাজ এগিয়ে নিতেই আমাদের এ মাঠ পরিদর্শন। পরবর্তী বিপিএলকে লক্ষে রেখে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে এবং বরিশালবাসী কে একটি সুন্দর মাঠ উপহার দিতে পারবো।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com