মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে বরিশালের হিজলায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলতাব হোসেন খোকন। ২৭ জুলাই দুপুর ২টায় হিজলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। আলতাব হোসেন খোকন বলেন, হিজলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই শিরোনামে বিভিন্ন অনলাইন ও স্থানীয় দৈনিকে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে আমাকে জড়ানো হয়েছে। আমার সাথে এর কোন সম্পৃক্ততা নাই। আমি ছিনতাই সম্পর্কে কিছুই জানিনা। ছিনতাইকারীরা আমার লোক না। আমার সাথে রাজনীতি করে না। মুসলিম সুইটস কারিগর মৃত্যুর ঘটনায়, ভুক্তভোগী পরিবার ও মালিকপক্ষ বাজার কমিটির মধ্যস্থতায় আপস হয়েছে। ওই ঘটনা মীমাংসা আমি জড়িত না। সাংবাদি যাদের নাম প্রকাশিত হয়েছে, তাদের সাথে আমার কোন সম্পর্ক নাই। সংবাদে আমার সাক্ষাৎকার নেওয়া হয়নি। সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীতভাবে আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য প্রদান করে আমার বিরুদ্ধে এহেন সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। তবে সংবাদটি বস্তুনিষ্ঠ হওয়া জরুরী। তিনি রহস্য উদঘাটন করে বস্তুনিষ্ঠ সংবাদ জাতির সম্মুখে তুলে ধরা আহবান জানান। উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com