তৃণমূল পর্যায়ের জনগণের সেবা নিশ্চিত করতে সরাসরি ভূমিকা রাখে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ (ইউপি)। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক না থাকায় জরুরী নানান সেবা কার্যক্রমগুলো স্থবির হয়ে পড়েছে। ফলে তৃণমূলের জনগণ বিভিন্ন সরকারি সেবা থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছেন।
জানা যায়, মেয়াদকাল শেষ হওয়ায় দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ পদ হারান। এরপর ইউনিয়নবাসির সেবা কার্যক্রম অব্যাহত রাখতে গত বছর ৪ ডিসেম্বর থেকে চলতি বছরের ৪ জুলাই পর্যন্ত গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার মো. খেকন উজ জামানকে দৌলতদিয়া ইউনিয়ন এবং উপজেলা সমাজ সেবা অফিসার মো. রুহুল আমীনকে প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। এছাড়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একই সময়ের জন্য ওয়ার্ড ভিত্তিক সদস্য নিয়োগ করা হয়। এরপর থেকে কিছুটা জটিলতা থাকলেও সেবা কার্যক্রম অব্যাহত ছিল। কিন্তু গত ৩০ জুন উপজেলা কৃষি কর্মকর্তা সম্প্রতি বদলি হয়ে যায়। এরপর থেকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে কাউকে পদায়ন করা হয়নি। অপরদিকে পদায়নের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় দেবগ্রাম ইউনিয়নের প্রশাসকের মেয়াদও আর বৃদ্ধি করা হয়নি। এতেকরে স্থানীয় সরকারের কার্যক্রম কার্যত থমকে গেছে এবং ভাতা বিতরণ থেকে শুরু করে দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমগুলোও স্থবির হয়ে পড়েছে। যারা ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, বানিজ্যিক সনদ (ট্রেড লাইসেন্স) এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে ইউনিয়ন পরিষদে আসছেন, তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
রোববার (২০ জুলাই) বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীদের জটলা দেখা যায়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com