বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় আখাউড়া এর শতবর্ষ উদযাপন উপলক্ষে আজকে এক সাধারণ সভা ঢাকার উত্তরার ৩নং সেক্টর এর হোয়াইট হল কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়।সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৫ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার স্কুলের শতবর্ষ অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।'৯২ ব্যাচের সহ.অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান এর সঞ্চালনায় এবং '৭০ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা মো:জিল্লুর রহমান এর সভাপতিত্বে সভার শুরুতে বিশ্লেষণী বক্তব্য রাখেন ২০০২ ব্যাচের এএসপি নাজমুল হাসান রাফি এবং স্বাগত বক্তব্য রাখেন '৯২ ব্যাচের নাজমুল হাসান ভূইয়া মিঠু।সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী মিটিং ঢাকার মতিঝিল এ আগামী ৪/০৮/২০২৫ ইং রোজ সোমবার অনুষ্ঠিত হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com