প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৭:২৮ এ.এম
নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণারের শুভ উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরনে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হলো ‘জুলাই ৩৬ কর্ণার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩য় তলায় এই বিশেষ কর্ণারটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নাল আবেদীন সিদ্দিকী , কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন এবং অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, “জুলাই ৩৬ কর্ণার শুধু একটি প্রতীকী স্থাপনা নয়, বরং এটি হবে মুক্তচিন্তা, গবেষণা এবং সাংস্কৃতিক চর্চার কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে অনুপ্রেরণা নিয়ে একাডেমিক ও সৃজনশীল কার্যক্রমে আরও সমৃদ্ধ হবেন।”অনুষ্ঠানে বক্তারা ‘জুলাই ৩৬ কর্ণার’-এর গুরুত্ব তুলে ধরে জানান, এটি শিক্ষার্থীদের জন্য মুক্ত আড্ডা, সাংস্কৃতিক আয়োজন এবং মুক্তিযুদ্ধ ও সাহিত্যচর্চা সংক্রান্ত কার্যক্রমের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
পরে ফিতা কেটে এবং উপস্থিত সকলকে নিয়ে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থদের সু্স্থতা কামানার লক্ষে বিশেষ দোয়া আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com