প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৭:৩৬ এ.এম
বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ প্রত্যাহার করলেন বাদী

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করেছেন অভিযোগকারীরা। একই সঙ্গে এ বিষয়ে জাহাঙ্গীর আলম লিখিতভাবে প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরেছেন।
এর আগে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে “চাঁদা না পেয়ে হামলা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, যেখানে অভিযোগ করা হয়—পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রির সময় জাহাঙ্গীর আলম ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না পেয়ে হামলার ঘটনা ঘটান।
তবে জাহাঙ্গীর আলম দাবি করেন, বিষয়টি ছিল সম্পূর্ণ পারিবারিক। অভিযোগকারী শিরিন আক্তার ও তার ভাইবোনদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং তিনি তা মীমাংসার চেষ্টা করেছিলেন মাত্র।
তিনি বলেন, “আমি একজন রাজনীতিক ও সাবেক জনপ্রতিনিধি। একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের আশ্রয় নিয়েছে।” জাহাঙ্গীর আলম আরও জানান, অভিযোগকারীরা পরে ভুল বুঝতে পেরে নিজেরাই স্বেচ্ছায় অভিযোগ প্রত্যাহার করেছেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দর হাবীবুর রহমান জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছিলাম, তবে তা অভিযোগকারীরা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে নিষ্পত্তি করা হয়েছে।”
গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ প্রসঙ্গে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন, “একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।” তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথভাবে তথ্য যাচাইয়ের অনুরোধ জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com