প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৭:৫২ এ.এম
সিরাজগঞ্জের এনায়েতপুর কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চনার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত না করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে এনায়েতপুর কেজি মোড় এলাকায় ‘কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সমানভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। অথচ হঠাৎ করে কোনো আলোচনা বা আগাম তথ্য ছাড়া তাদের এ সুযোগ থেকে বাদ দেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক এবং শিক্ষা নীতির পরিপন্থী।
আয়োজক সংগঠনের আহ্বায়ক ও আইসিএল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, “শিক্ষার সুযোগ সবার জন্য সমান হওয়া উচিত। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বাদ দেওয়ার মাধ্যমে একটি শ্রেণিকে পিছিয়ে দেওয়া হচ্ছে। এটি শিশুদের মানসিকতা ও ভবিষ্যৎ উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে।”
বক্তারা অবিলম্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং বিষয়টি পুনর্বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর একটি স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com