প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৮:০৭ এ.এম
আসুন দায়িত্বশীল হই, ঐক্যবদ্ধ থাকি, প্রিয় ঢাকা-১৮ বাসী, আফাজ উদ্দিন

ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক, মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে আপনারা ছিলেন সাহসিকতার প্রতীক, কষ্ট, ত্যাগ, আত্মনিবেদনের মাধ্যমে দলকে এগিয়ে নেওয়ার এই যাত্রায় আপনাদের অবদান অনস্বীকার্য। দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে দিকনির্দেশনা দিয়েছেন, তা আমাদের জন্য পথনির্দেশক।
অন্যায়ের প্রতিবাদ করো, সত্য বলো, ন্যায়ের পথে থেকো, ঐক্যবদ্ধ থেকো। এই কথাগুলোর মাঝেই রয়েছে আমাদের দায়িত্ববোধ, আমাদের কর্তব্য, দেশ ও সমাজকে বাঁচাতে হলে, নিজের অবস্থান থেকে প্রতিটি নেতাকর্মীকে সেই বার্তাগুলোর বাস্তব রূপ দিতে হবে।
তিনি বলেন, আমরা দেখছি অনেকেই নিজের নাম জুড়ে দিয়ে ‘ইনশাআল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’ বলে প্রচার চালাচ্ছেন। এটি দলের শৃঙ্খলার পরিপন্থী, বিভ্রান্তিকর এবং অসতর্ক আচরণ।
ভবিষ্যৎ নেতৃত্বের সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বের উপর ন্যস্ত।তবে তা অবশ্য ই হতে হবে এলাকার জনগণ, তৃণমূল বিএনপি, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের আশা আকাংক্ষার প্রতীক। প্রত্যেক নেতাকর্মীর উচিত সে সিদ্ধান্তের জন্য শ্রদ্ধা ও ধৈর্যের সঙ্গে অপেক্ষা করা। নিজেকে প্রার্থী হিসেবে প্রচার না করে বরং সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করা।
তিনি আরো বলেন, আসুন, আমরা অঙ্গীকার করি- অন্যায় বা অনৈতিক প্রচারণাকে আমরা প্রশ্রয় দেব না, বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকব,ঐক্যবদ্ধভাবে সত্য ও ন্যায়ের পথে থাকব।
অন্যায়কারী এবং অন্যায়কে সহায়তা-দুটিই সমান অপরাধ। সুতরাং, বিভ্রান্তিমূলক বা অহেতুক প্রচারণার বিরুদ্ধে আমাদের সতর্ক অবস্থান স্পষ্ট হওয়া জরুরি।
দলের ভাবমূর্তি, আদর্শ ও নীতি রক্ষার স্বার্থেই আসুন আমরা দায়িত্বশীল আচরণ করি। আমরা ঐক্যবদ্ধ থাকব, নেতৃত্বের প্রতি আস্থা রাখব, দলীয় শৃঙ্খলা বজায় রাখব।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com