ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্য সিএনজি চালিত অটোরিকশা চালকদের তিন দফা দাবীতে কর্মবিরতির কারণে নাসিরনগরে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এই ধর্মঘটের কারণে নাসিরনগর থেকে জেলা সদরসহ উপজেলার অভ্যন্তরে চলাচলকারী যাত্রীরা বিশেষ করে যারা নিয়মিত সিএনজি অটোরিকশায় চলাচল করেন,তারা সমস্যায় পড়েছেন। অনেককে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে,আবার অনেককে রিকশা বা অন্য পরিবহনের জন্য বেশি ভাড়াও দিতে হচ্ছে।এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ সোমবার (২৮ জুলাই) উপজেলায় সরেজমিনে দেখা যায়, সড়কে সিএনজি অটোরিকশা না থাকায় অনেক যাত্রী রিকশায় যাতায়াত করছেন। এ সুযোগে অনেক রিকশাচালক দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। এছাড়া অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের’ জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সূত্রে জানা যায় ,সড়কে ট্রাফিক পুলিশের হয়রানি,গাড়ি ছাড়াতে অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বর্তমানে তাদের প্রায় ১০০টিরও বেশি সিএনজি ও অটোরিকশা জব্দ করে রাখা হয়েছে। এ সংক্রান্ত সব দুর্নীতি দূরীকরণে কোনও সুস্পষ্ট পদক্ষেপ না নেয়ায় অনির্দিষ্টকালের জন্য শুধুমাত্র নাসিরনগর নয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিএনজি চলাচল বন্ধ রয়েছে । তাদের দাবি আদায় না হলে, আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান চালকরা ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com