প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৮:১৪ এ.এম
এনামুল কবির কে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পাবনা ফরিদপুর উপজেলা বাংলাদেশ জাতিয়তাবাদী দল
বি,এন,পি ও ছাত্র দলের সাবেক
প্রচার সম্পাদক মোঃ এনামুল কবির কে মিথ্যাচার ও অপপ্রচার
চালিয়ে যাচ্ছে।
ফরিদপুর উপজেলা একটি মহল,
আমাকে বলা হয়েছে, আমি নাকি আওয়ামী লীগের দোশর ছিলাম আরো ভালো হয়েছে, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগ কমিটির তার নাম আছে, আমি বিশ্বস্তর সাথে বলছি, আমি ছাত্রদল করার কারণে ফ্যাসিস্ট সরকার
আমার উপর অনেক অত্যাচার নির্যাতন ও মামলার দেয়, মামলা ও অত্যাচারের কারণে আমি ২০১৮সাল থেকে ফরিদপুর থেকে চলে যেতে বাধ্য হই। আমি বলতে চাই
যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তারা বিগত সরকারের আমলে আপনারা কি করেছেন তা আমার জানা আছে।
এই ফরিদপুর উপজেলায় বিএনপি আছেন তারা বিএনপিকে প্রাধান্য না দিয়ে নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছেন তাই
আমার অনুরোধ যারা জিলা পর্যায়ের দায়িত্বশীল আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com