প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৩:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৮:১৬ এ.এম
ভূরুঙ্গামারীতে জুলাই বিপ্লবে শহিদের স্মরণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

ভূরুঙ্গামারীতে জুলাই বিপ্লবে শহিদের স্মরণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান বুলবুল, প্রভাষক আব্দুল জলিল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, তারুণ্যরা আমাদের যে স্বপ্ন দেখিয়েছে তা কখনো ব্যর্থ হবেনা। তারুণ্যের হাত ধরেই আমারা বৈষম্যহীন নতুন, অংশগ্রহন মূলক ও আধুনিক বাংলাদেশ গড়বো। আলোচনা শেষে শিক্ষার্থীদেরকে প্রেজেক্টরের মাধ্যমে জুলাই বিপ্লবে শহিদদের উপর বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীরা কলেজ মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ গ্রহণ করে। উল্লেখ্য, জেলা পরিষদ, কুড়িগ্রাম, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com