প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৮:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১১:২৩ এ.এম
খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎ অফিসের অনিয়মে অতিষ্ঠ জনতা, বিক্ষোভ ও মানববন্ধন

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ অফিসের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র জনরোষ দেখা দিয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ২৭ জুলাই (শনিবার) স্থানীয় জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন রে।
বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ জড়ো হয় দীঘিনালার প্রধান সড়কে। তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিদ্যুৎ অফিসের দুর্নীতির প্রতিবাদ জানায় এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি তোলে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দীঘিনালার বিদ্যুৎ সরবরাহে মারাত্মক অনিয়ম চলছে। ঘন ঘন লোডশেডিং, অপ্রয়োজনীয় বিল, সংযোগ পেতে হয়রানি এবং মেরামত কাজে বিলম্বে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তারা বিদ্যুৎ অফিস ঘেরাও করার পরিকল্পনা করলেও প্রশাসনের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কায় তা অনুমোদন পায়নি।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, “আমরা কোনো রাজনীতি করি না। শুধু চাই নিয়মিত বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া আমাদের কৃষি, ব্যবসা, পড়াশোনা—সবকিছুই থেমে যাচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে প্রশাসনের এক কর্মকর্তা জানান, “জনগণের দাবি যৌক্তিক। আমরা পরিস্থিতি শান্ত রাখতে ঘেরাও কর্মসূচিতে অনুমতি দেইনি। তবে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।”
দীঘিনালার সাধারণ মানুষ দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তাদের দাবি, প্রশাসন ও পিডিবি যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে তারা আরও কঠোর আন্দোলনের পথে যাবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com