প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১১:৪৬ এ.এম
সাভারের আশুলিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল ২৭/০৭/২৫ তারিখ রাত আনুমানিক ০৯ ঘটিকার সময় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযান পরিচালনা কালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কাজী কামাল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ
আশুলিয়া থানাধীন আশুলিয়ার গোমাইল এলাকা হইতে বানু বেগম (৬২), স্বামী-সিরাজ পলান, মাতা-মৃত ছালেহা, সাং-গোমাইল বাংলাবাজার স্কুল রোড, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা কে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন চলছে ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com