উত্তাল পদ্মা নদীতে সুরেশ্বরী বাল্কহেড থেকে পড়ে মোহাম্মদ আরাফাত (১৬) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।আরাফাত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নোয়ালির গোবাড়ি এলাকার মোহাম্মদ কবিরের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ২৫ জুলাই সকালে উত্তাল পদ্মা নদীতে একটি বাল্কহেডে কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান আরাফাত। সেসময় নদীতে প্রবল স্রোত থাকায় মুহূর্তেই তিনি নিখোঁজ হয়ে যান।ঘটনার পরপরই কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করলেও এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি কিশোরটির। প্রতিদিনই উদ্ধারকাজ চলছে, তবে স্রোতের তীব্রতা ও পানির ঘোলা অবস্থার কারণে অনুসন্ধানে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এদিকে ছেলের সন্ধানে পাগলপ্রায় হয়ে পড়েছেন দিনমজুর পিতা কবির হোসেন ও মা সাফিয়া বেগম। সন্তানকে ফিরে পেতে তারা প্রশাসনসহ সকলের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আরাফাত সম্প্রতি জীবিকার তাগিদে গত ৩ মাস আগে ওই বাল্কহেডে কাজ শুরু করেছিলেন। তার এই আকস্মিক নিখোঁজে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com