প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১২:১৮ পি.এম
চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘী মাঠ প্রাঙ্গণে আজ ২৮ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে ১৫ দিনব্যাপী “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মো: আহসান হাবীব পলাশ, বিপিএম সেবা এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।
স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়চার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্কুল শিক্ষার্থী, নার্সারির মালিকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
মেলার আয়োজন করে চট্টগ্রাম উত্তর বন বিভাগ এবং এতে সহযোগিতা করছে জেলা প্রশাসন, চট্টগ্রাম।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com