প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১২:২০ পি.এম
কোটালীপাড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রুবি বিশ্বাস (৩৫) নামে যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার দিবাগত রাতে রুবি বিশ্বাসকে উপজেলার ছিকটীবাড়ি গ্রামের নিজ বাড়ী থেকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।রুবি বিশ্বাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ছিকটীবাড়ি গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী।
আজ সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এস এই আল আমিন।
তিনি বলেন,গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতংক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।তিনি আরো বলেন, ওই দিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন।এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামীকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com