প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১২:২৫ পি.এম
সিরাজগঞ্জে এস.এস.সি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র প্রদান

পারফর্মেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা - সিরাজগঞ্জ সদর উপজেলার স্কুল-কলেজে'র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের এস.এস.সি ও এইচএসসি -২০২২-২৩ খ্রিঃ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ৩৯ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এবং এস.এস.সি সমমান পরীক্ষা উত্তীর্ণ জিপিএ প্রাপ্ত মেধাবী শ্রেষ্ঠ ১০ হাজার করে টাকা এবং এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শ্রেষ্ঠ প্রত্যেক শিক্ষার্থীকে ২৫ হাজার করে টাকা স্কলারশিপ বা শিক্ষা বৃত্তি পাচ্ছেন তারা ।
সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সিরাজগঞ্জের আয়োজনে,
সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জব্বার।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মাকসুদা পারভীন, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা একাডেমি সুপারভাইজার মো.আতিকুর রহমান তালুকদার।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো.জমির উদ্দিন, হাজী আহম্মেদ আলী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মো.জাহাঙ্গীর আলম, বাগবাটি মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে'র অধ্যক্ষ এশারত আলী, চরছোনগাছা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.ময়নুল হক, হরিণা বাগবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ ফিরোজা বেগম, অভিভাবক কে.এম. ফরিদুল ইসলাম, মোছাঃ শিল্পী খাতুন, শিক্ষার্থী নুসরাত জেবিন, আব্দুল আহাদ প্রমুখ বক্তব্য রাখেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com