প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৮:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১২:৩১ পি.এম
বন বিভাগের উদ্যোগে চট্টগ্রামে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ শুরু

শ্রাবণের রিমঝিম বৃষ্টির নান্দনিকতায় মুখরিত ক্ষনে বন বিভাগের উদ্যোগে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মো. মোল্যা রেজাউল করিমের সভাপতিত্বে সোমবার (২৮ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উক্ত বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবিব পলাশ, চট্টগ্রামের ডিসি ফরিদা খানম, চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের সার্বিক ব্যবস্থাপনায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সহ অন্যান্য বিভাগ সমুহের অংশগ্রহনে বৃষ্টি ভেজা সকালে চমৎকার একটা অনুষ্ঠানের শুভ সুচনা করা হলো। ৩৪ টি নার্সারী স্টল সহ আরো বিভিন্ন স্টলের সমন্বয়ে জনগুরুত্বপূর্ণ এই লালদিঘী ময়দানটি বৃক্ষ মেলার জন্য চমৎকার লোকেশন। আগামী ১৫ দিনের জন্য আয়োজিত এই মেলায় মানুষের প্রাণের স্পন্দন ধ্বনিত প্রতিধ্বনিত হবে বৃক্ষের নির্বাক প্রেমের মোহনায়। প্রকৃতি প্রেমিকদের জন্য বৃক্ষমেলা বয়ে আনবে এক অনবদ্য সুযোগ ও সম্ভাবনা।
মেলায় থাকছে হাতের নাগালের মধ্যে সব ধরনের বৃক্ষের চারা সংগ্রহের সুবর্ণ সুযোগ। সেই সাথে মিলে মিশে একাকার হয়েছে প্রকৃতির অনবদ্য উপহার রিমঝিম বৃষ্টি। বৃষ্টির নান্দনিক তালে এবার বেড়ে উঠবে প্রানোচ্ছল গাছের চারাগুলি। সর্বিক সাফল্যের মুগ্ধতায় পরিপূর্ণ হোক এবারের বৃক্ষমেলা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com