প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১২:৪৩ পি.এম
আলোর আঁচল: মায়ের যত্নে শিশুর স্বপ্ন – খুলনায় রোটার্যাক্ট ক্লাবের ব্যতিক্রমী স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি

মায়ের চোখের কোণে লুকানো উদ্বেগ, শিশুর মুখে ভবিষ্যতের প্রতিচ্ছবি"—এই মানবিক ও বাস্তবধর্মী ভাবনা থেকেই রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি আয়োজন করে এক বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি ‘আলোর আঁচল’। গত শনিবার (২৭ জুলাই) খুলনার লবণচরা এলাকার ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন প্রায় ৮০ জন মা ও শিশু।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল প্রান্তিক মা ও শিশুদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, যাতে একটি সুস্থ ও সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ লাভের সুযোগ পান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। তিনি বলেন, "সুস্থ মা মানেই সুস্থ জাতি। পরিবারে সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ সমাজ নির্মাণ করতে পারি।"
অনুষ্ঠানে শিশুদের পুষ্টি, নিয়মিত টিকাদান, সংক্রমণ প্রতিরোধ এবং মায়েদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়। বাস্তবভিত্তিক উপস্থাপনা এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে উপস্থিতরা তাদের সমস্যার সমাধান খুঁজে নেন।
অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহায়তা করে স্থানীয় স্বেচ্ছাসেবক দল, পেশাজীবী সংগঠন এবং সামাজিক সংগঠনগুলো। আয়োজকদের মতে, ‘আলোর আঁচল’ শুধু একটি ক্যাম্প নয়; এটি একধরনের প্রতিশ্রুতি, যেখানে মা ও শিশুর সুস্থতা এবং সচেতনতা সমাজের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়।
তারা আরও জানান, “একটু যত্ন আর সচেতনতার মাধ্যমে বদলে যেতে পারে অনেক শিশুর ভবিষ্যৎ। আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক, যাতে সমাজের প্রতিটি মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।”
রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির এমন উদ্যোগ সমাজে স্বাস্থ্য সচেতনতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com