প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৫:০৯ এ.এম
নড়াইলে সড়কে মিনিট্রাক উল্টে আহত -২, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি

নড়াইলে প্রধান সড়কে মিনিট্রাক উল্টে ২ জন আহত হয়েছে। জানা যায় আজ ২৮ জুলাই সোমবার রাত আনুমানিক ৯ টার সময় নড়াইলের রুপগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-যশোর প্রধান সড়কে বেপরোয়া গতিতে মোড় ঘোরার সময় একটি মিনিট্রাক উল্টে যায়। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপার গাড়ীতে চাপা পড়ে মারাত্বকভাবে আহত হয়। দূর্ঘটনার পরপরই রুপগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য ও স্থানীয় পথচারীরা আহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
দূর্ঘটনায় মিনিট্রাকটি ব্যাস্ততম সড়কে উল্টে পড়ায় দীর্ঘক্ষন যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম এসে দূর্ঘটনা কবলিত গাড়ীটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com