প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৫:১৭ এ.এম
সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের মত বিনিময়

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর সঙ্গে মতবিনিময় করেছেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
সোমবার (২৮ জুলাই) বিকাল ৪টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জেলা পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্বে অংশ নেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি–সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন।
পুলিশ সুপার বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি ও অনিয়ম দৃশ্যমান হয়। চট্টগ্রামের মধ্যে সীতাকুণ্ড একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির পরিবেশ রক্ষা করে সমাজের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, "দেশ ও সমাজকে এগিয়ে নিতে দলমত নয়, প্রয়োজন সম্মিলিত প্রয়াস।”
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ূম চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com