ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সকাল অনুমান ১০.১০ ঘটিকার সময় মনোয়ারা বেগম(৬০), স্বামী-মৃত আবদুল খালেক, সাং-মনিয়ন্দ মধ্যপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। মনিয়ন্দ হাইস্কুলের সামনে হতে কসবা অভিমুখ থেকে একটি সিএনজি আসিতে দেখে সিএনজিটিকে সিগন্যাল দিয়ে থামিয়ে সিএনজির সামনে চালক সহ ০৩ জন লোক এবং পিছনে ০২ জন মহিলা। সিএনজির পিছনে ০১ টি সিট খালি দেখে আখাউড়া যাবে কিনা জিজ্ঞাসা করিলে, সিএনজি চালক যাবে বলিলে সিএনজির পিছনের সিটে উঠতে গেলে সিএনজির পিছনের সিটে বসা ছিনতাইকারী তাসলিমা আক্তার(৩৫), স্বামী-মোঃ ইমন মিয়া, পিতা-মৃত জাকির হোসেন, মাতা-লুৎফুর বেগম, সাং-বুড়িচং, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা কৌশলে মনোয়ারা বেগম বাদীকে মাঝখানে বসায়ে, সিএনজি কিছুদূর গিয়ে সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় ঘটনাস্থল আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, মনিয়ন্দ উত্তরপাড়া বর্ধন বাড়ি বিজিবি ক্যাম্প রোডের মাথায় আখাউড়া টু কসবা গামী পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র ছিনতাইকারী তাসলিমা আক্তার(৩৫) বাদীর ঘাড়ের পিছন দিক দিয়ে তাহার গলায় থাকা চেইনে হাত দেয়। সাথে সাথে বাদী টের পাইয়া চিৎকার করলে সিএনজি চালক সহ অন্যান্য আসামীগন বাদীর গলা থেকে জোর পূর্বক ০৮ আনা ওজনের ২২ ক্যারেটের একটি স্বর্নের চেইন ছিনাইয়া নিয়া জোর পূর্বক সিএনজি থেকে নামিয়ে দেয়। বাদী ডাক চিৎকার করিলে স্থানীয় লোকজন সিএনজির পিছু ধাওয়া করে। পরবর্তীতে আখাউড়া থানা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষণিক এসআই জাহেদুল কাদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে, ১। তাসলিমা আক্তার(৩৫), স্বামী-মোঃ ইমন মিয়া, পিতা-মৃত জাকির হোসেন, মাতা-লুৎফুর বেগম, সাং-বুড়িচং, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা, ২। মোঃ হৃদয় হোসেন(২৩), পিতা-মোঃ শাহ আলম, মাতা-মৃত আয়েশা বেগম, সাং-নাজিরা বাজার, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, ৩। মোঃ নজু মিয়া(৩৫), পিতা-মৃত কাদের মিয়া, মাতা-মৃত মায়েজা খাতুন, সাং-নয়নপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৪। মোঃ লিটন মিয়া(২২), পিতা-কামাল হোসেন, মাতা-খোরশেদা বেগম, সাং-বাগরাবাদ, নাজিরবাজার, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাা এদেরকে গ্রেফতার করে। ১নং আসামী তাসলিমার নিকট থেকে ছিনতাইকৃত চেইনটি উদ্ধার করিয়া বাদীর চেইনটি শনাক্ত মতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে বাদীর অভিযোগের ভিত্তিতে আখাউড়া থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করে ৪ ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com