সকাল দশটায় তাহিরপুর উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন নবগঠিত কমিটি গঠনে পরিচিত সভা আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কমিটির সদ্য আহ্বায়ক মোঃ লায়েছ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উত্তর শ্রীপুর ইউনিয়ন নবগঠিত কমিটির সদস্য সচিব মোঃ মোশাহীদ আলী,ফেরদৌস আলম আখঞ্জি,মোঃ বাচ্চু মিয়া,হাজী আঃ সামাদ,সিজিল মিয়া,শামসুল হক,কামাল হোসেন, লালু মিয়া,আলী আমজাদ, মোঃ ফারুক মিয়া,ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে পরিচয় প্রদান করিয়ে দেন,মোঃ লায়েছ মিয়া।তাহিরপুর উপজেলা আহ্বায়ক কমিটির, জনাব বাদল মিয়া,ও. সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জুনাব আলীসহ ২১ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন,তিনি বলেন এটি উল্লেখযোগ্য যে, এই নতুন কমিটি স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে নতুন উদ্যম নিয়ে আসবে এবং বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে নিয়ে যাবে। স্থানীয় রাজনৈতিক মাঠে ইউনিয়ন কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন । তিনি আরো জানান, বিগত ফ্যাসিষ্ট আমলে আমাদের উপর অসংখ্য মিথ্যা মামলায় অভিযুক্ত করে বিভিন্নভাবে হয়রানি করছে খুনি হাসিনা ও তার ধূসরেরা।কিন্তু আমরা শহিদ জিয়ার আদর্শকে বুকে লালন করেই আজ তার তৃপ্ততা পেয়ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে অসংখ্য ধন্যবাদ জানান উত্তর শ্রীপুর ইউনিয়ন নবগঠিত কমিটি আহ্বায়ক মোঃ লায়েছ মিয়া।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com