রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক আহসান হাবীব টুটুলের প্রতি ন্যায় বিচারের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় গোয়ালন্দ শহরের প্রধান সড়কে গোয়ালন্দ প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। সাংবাদিক আহসান হাবিব টুটুল এনটিভি ও ইউএনবি'র রাজবাড়ী জেলা প্রতিনিধি।
গোয়লন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম ডেইলি অবজাভারের প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, নয়া দিগন্তের প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, সাংবাদিক টুটুলের ছেলে সিনান আহমেদ শুভ, মেয়ে লামিয়া সুরভি প্রমুখ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আমার দেশ গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক সাইফুল রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি উদয় দাস, কালবেলা গোয়ালন্দ প্রতিনিধি রাকিবুজ্জান রাকিব, দৈনিক দিনকাল গোয়ালন্দ প্রতিনিধি আক্তাউজ্জামান রনি প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক টুটুল কোন প্রকার ষড়যন্ত্রের শিকার হয়ে থাকলে তার নিন্দা জানান ও তার প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com