প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৯:৫৪ এ.এম
সাংগঠনিক উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও নেটওয়ার্ক এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে 'সাংগঠনিক উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক' (২৯- ৩১) ৩ দিনের প্রশিক্ষণ সিলেট এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার পলি রানি দেব।
এডাব সিলেট জেলার সভাপতি কয়েছ আহমেদ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডাব পরিচালক ( কর্মসূচি) কাউছার আলম কনক, এডাব এর নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জে,এস এসের নির্বাহী পরিচালক বদরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন এডাব এর সিলেট আঞ্চলিক সমন্বয়ক মোঃ বাবুল আক্তার।
প্রশিক্ষণে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী ২৫জন পর। প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com