গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে চালক নিহত হন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম রফিকুল সিকদার (৪৫)। তিনি পটুয়াখালীর দশমিনার বেতাগী গ্রামের বাসিন্দা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চেয়ারম্যান পরিবহনের’ বাসটি বরইতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com