প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১০:২১ এ.এম
তিতাসের ইঞ্জিনিয়ার হারুন-উর-রশিদ গার্লস কলেজ জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার তিতাসের ইঞ্জিনিয়ার হারুন-উর- রশিদ গার্লস কলেজের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রদান করা হয়েছে।২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার ইঞ্জিনিয়ার হারুন-উর- রশিদ গার্লস কলেজে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সাহিদুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া,উপজেলা একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, গাজীপুর খান মডেল সরকারি হাইস্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মুন্সি জসিমউদদীন আহমেদ, হারুন- উর- রশিদ গার্লস কলেজর অধ্যক্ষ জহিরুল ইসলাম প্রমুখ।এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ডাঃ আবু নাছের ভূইয়া,গাজীপুর আজিজিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ আবদুল রউফ,বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোখলেসুর রহমান,মাছিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান চৌধুরী, গাজীপুর খান মডেল সরকারি হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কাজী আনোয়ার হোসেনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা, শিক্ষার্থীদের ফলাফলের প্রশংসা করেন এবং তাদের আগামীর পথচলায় সাফল্য কামনা করেন। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের
মাঝে উৎসাহ তৈরি হয়েছে এবং প্রতিষ্ঠানের প্রতি তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছে বলে মনে করেন শিক্ষকরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com