প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৩:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১২:০৮ পি.এম
চট্টগ্রাম জেলার সন্দ্বীপে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

বিকাশ চন্দ্র সাহা সভাপতি, নারায়ণ চন্দ্র মজুমদার সাধারণ সম্পাদক
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সন্দ্বীপ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে ৯১ সদস্য বিশিষ্ট এই কমিটি চূড়ান্ত করা হয়।
নবগঠিত কমিটিতে মাস্টার বিকাশ চন্দ্র সাহাকে সভাপতি, মাস্টার নারায়ণ চন্দ্র মজুমদারকে সাধারণ সম্পাদক, রতন চন্দ্র বনিককে অর্থ সম্পাদক এবং কাঞ্চন মজুমদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত চার বছর ধরে সন্দ্বীপ উপজেলায় দুটি পৃথক কমিটি জন্মাষ্টমী পালন করে আসছিল। এতে স্থানীয়ভাবে বিভাজন ও সমন্বয়ের অভাব দেখা দেয়। সম্প্রতি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জেলা কমিটি উদ্যোগ গ্রহণ করে এবং উভয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ঐক্যবদ্ধভাবে এই নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির মাধ্যমে জন্মাষ্টমী উৎসব আরও সুশৃঙ্খল ও একতাবদ্ধভাবে পালনের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com