প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১২:২৩ পি.এম
উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসন ও বেরোবিকে স্বায়ত্তশাসনের দাবিতে স্মারকলিপি

উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) কে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে সাধারণ ছাত্র-জনতা।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন। এতে দুইটি মূল দাবি উত্থাপন করা হয়—
১) উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বাজেট বৈষম্য নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে একটি স্বতন্ত্র আঞ্চলিক উন্নয়ন কমিশন গঠন।
২) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা।
স্মারকলিপিতে বলা হয়, “উত্তরাঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে বাজেট বৈষম্য ও অবকাঠামোগত পশ্চাদপদতায় ভুগছে। এই বৈষম্য দূর করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এছাড়াও স্মারকলিপিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর ঘোষণা ও পদক্ষেপ না নেওয়া হলে 'উত্তরবঙ্গ ব্লকেড'সহ সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও জানানো হয়।
স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা সরকারের প্রতি দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, যৌক্তিক দাবিগুলো দ্রুত বিবেচনায় নিয়ে বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি বেরোবিতে প্রশাসনিক দুর্বলতা ও অবকাঠামোগত সংকট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। একইসঙ্গে জাতীয় বাজেটে উত্তরাঞ্চলের প্রতি বরাদ্দে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com