প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১২:৩১ পি.এম
জুলাই বিপ্লবকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করায় নড়াইলে ছাত্রলীগ নেতা আটক

নড়াইলে জুলাই বিপ্লবকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোস্ট করায় শাহ্ আলম নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ। আটক শাহ্ আলম (২৮) সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. হাদিয়ার রহমান বিশ্বাসের ছেলে। নাম বলতে অনিচ্ছুক এক ব্যেক্তি বলেন, শাহ্ আলম বাশগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের নেতা। সে গত ৪ আগস্ট নড়াইল শহরে ছাত্র-জনতার মিছিলে সরাসরি হামলায় জড়িত ছিল। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, শাহ্ আলম নামে এক ছাত্রলীগের নেতাকে নাশকতার মামলায় আটক করে আদালতে পাঠানো হয়েছে।#
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com