নীলফামারীর চিলাহাটিতে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৪ জুলাই রাত ৮টায় চিলাহাটি চৌরাস্তা মোড়ে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন এলাকার সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকরা। তারা পূর্বে বসানো ডিজিটাল মিটার পরিবর্তন করে প্রিপেইড মিটার বসানো বন্ধের দাবি জানান।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন চিলাহাটি প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম, সমাজসেবক রাকিব হোসেন রন, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম লিটন, সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, আয়ুব আলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রিপেইড মিটার ভোক্তাদের জন্য ভোগান্তির কারণ হবে। তারা অভিযোগ করেন, সরকারিভাবে কোনো নির্দেশনা না থাকলেও কিছু প্রতিষ্ঠান জোরপূর্বক মিটার পরিবর্তনের চেষ্টা করছে, যা আইনবিরুদ্ধ।
সমাবেশে জানানো হয়, বিদ্যুৎ গ্রাহকরা একটি গণস্বাক্ষরপত্র বিদ্যুৎ অফিসে দাখিল করবেন। এরপরও দাবি না মানা হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
স্থানীয় প্রশাসনকে দ্রুত বিষয়টি আমলে নেওয়ার আহ্বান জানান বক্তারা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com