প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৭:২০ এ.এম
মতলব উত্তরের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল মসজিদের বিদ্যুৎ বিল মৌকুফের জন্য উপজেলা নির্বাহি অফিসার বরাবর আবেদ

মতলব উত্তরের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল মসজিদের বিদ্যুৎ বিল মৌকুফের জন্য উপজেলা নির্বাহি অফিসার বরাবর আবেদন করলেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু প্রধান মঙ্গলবার ২৯ শে জুলাই তিনি আবেদনটি জমা দেন। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম বাবু নিজ উদ্বেগে এই আবেদনটি জমা দেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তানভীর হুদা বলেন আরিফুল ইসলাম বাবুর এই মহৎ উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। ভবিষ্যতেও যেন সামাজিকএবং ধর্মীয় উন্নয়নমূলক কাজে অব্যাহত থাকে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতা কর্মীদের কোন বিকল্প নেই। সব সময় যেন নেতাকর্মীরা মানুষের কল্যাণে কাজ করে আমি এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এলাকাবাসী জানান আরিফুল ইসলাম বাবু একটি ভালো উদ্যোগ নিয়েছে। আমরা সর্বোপরি তাকে সহযোগিতা করব। এরকম ভালো কাজের মধ্যে দিয়ে তিনি সমাজকে আলোকিত করবেন আমরা দোয়া করি বাবুর এ কার্যক্রম চলমান থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com