প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৭:২২ এ.এম
নাসিরনগরে বাড়ি দখল করতে বাবাকে কুপিয়ে রগ কেটে হাত পা ভেঙ্গে দিলেন ছেলে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বাড়ি দখল করতে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে রগ কেটে ও হাত-পা ভেঙে দিলেন তার ছেলে। ২৮ জুলাই ২০২৫ রোজ সোমবার দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লা গ্রামে এ ঘটনা ঘটে।আহত ধন মিয়া ওই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে। রাতে তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরন করেন চিকিৎসকরা। কান্না জড়িত কণ্ঠে আহত ধন মিয়া বলেন, আমার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে আছে। আমি একজন কৃষিজীবী মানুষ। আমার দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে ৭টি বাড়ি দিয়েছি। আমি থাকি ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে। আমার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে। তাকে দান করা বাড়িতে নিজে বাড়ি না করে আমার বসবাস করা বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। সে পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে সোমবার সকালে তার সঙ্গে কথা আমার কাটাকাটি হলে স্থানীয় মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে। আমার হাত ও পায়ে কুপিয়েছে। পরে আমার ছোট স্ত্রীর দুই ছেলেসহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ব্রাহ্মণবাড়িয়ার ট্রমা সার্জন ডাঃ মো. সোলায়মান মিয়া বলেন, বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়াও হাত ও পায়ের একটি করে রগ কেটে গেছে। উনাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মাসুক মিয়ার মুঠোফোনে একাদিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আজহারুর ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়েছি। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com