প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৭:২৪ এ.এম
দুমকিতে ৯ মামলার আসামি শামছুল আলম গ্রেফতার

দুমকিতে ডাকাতি সহ মোট ৯টি মামলার আসামি মোঃ শামছুল আলম (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ২টা ৫০মি: সময় ডাকাতির প্রস্তুতি কালে উপজেলা লেবুখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই মোঃ মোজাম্মেল সংঙ্গীয় ফোর্স সহ সোমবার রাত ২.৫০ মিনিটের সময় উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্হ মোঃ আব্দুল মালেক আকনের বাড়ির সামনে কাঁচা রাস্তা উপর থেকে পালানোর সময় পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় মোঃ শামসুল আলমকে একটি প্লাস্টিকের ব্যাগসহ গ্রেফতার করে এবং ডাকাত চক্রের অন্য ৭/৮ জন সদস্য পালিয়ে যায়। গ্রেফতারকৃত শামসুল আলমের ব্যাগ তল্লাশি চালিয়ে একটি স্ক্র ড্রাইভার ও একটি ধারালো বাংলা দা জব্দ করে। থানায় এনে শামসুল আলমকে জিজ্ঞাসাবাদের সময় ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, এসআই মোজাম্মেল বাদী হয়ে ২ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে দুমকি থানায় ২৯৯/৪০২ পেনাল কোড ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছে, মামলা নং ০৯। তিনি আরো জানান, গ্রেফতারকৃত শামসুল আলমের বিরুদ্ধে পটুয়াখালী জেলার মহিপুর থানা ২টি, কলাপাড়া থানায় ২টি এবং বরগুনা জেলারজেলার তালতলী থানায় ৫টি মামলায় এজাহারভুক্ত ও পলাতক আসামি। উল্লেখ্য মোঃ শামসুল আলম পটুয়াখালী জেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের ১নম্বর ওয়ার্ডের মৃত: আমজেদ চৌকিদারের ছেলে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com