প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১০:৩৬ এ.এম
অর্থাভাবে ছাইনুমে মারমার উচ্চ শিক্ষায় ভর্তি হওয়া থেকে বঞ্চিত হওয়ার উপক্রম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে থেমে যেতে বসেছে বান্দরবানের ছাইনুমে মারমার উচ্চশিক্ষার স্বপ্ন! রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তির সুযোগ পাওয়া মানে অনেকের জন্যই একটি স্বপ্নপূরণ। কিন্তু বান্দরবানের লামা উপজেলার দুর্গম ফাইতং ইউনিয়নের ভাজা পাড়া গ্রামের মেয়ে ছাইনুমে মারমার জন্য সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে মুখ থুবড়ে পড়েছে। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হওয়া ছাইনুমে মারমা পড়াশোনা করেছে অনেক কষ্টে, অনেক সময় না খেয়ে থেকেও। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে সে প্রমাণ করেছে নিজের মেধা ও অধ্যবসায়। সেই মেধার জোরেই সে সুযোগ পেয়েছিল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। স্বপ্ন ছিল ‘আইন’ পড়ার। তাই বেছে নিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার থাকা-খাওয়া ও পড়ালেখা চালিয়ে নেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ছাইনুমে বলেন, “আমি যদি আমার পড়াশোনা শেষ করতে পারি, তাহলে পার্বত্য এলাকার পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে চাই।” দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ছাইনুমে মেজো। বড় ভাইও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আর ছোট বোন উবাথোয়াই মারমা আর্থিক কারণে পড়াশোনা বন্ধ রেখেছে। তাদের বাবা-মা ক্ষেতখামারে কাজ করে কোনো মতে সংসার চালাচ্ছেন। ছাইনুমের বাবা থোয়াইহ্লাখই মারমা বলেন,
“আমার ঘরে নুন আনতে পানতা ফুরায়। মেয়েকে কীভাবে পড়াবো, বুঝতে পারছি না।” ফাইতং ইউনিয়নের ২নং ওযার্ডের মেম্বার কামাল হাসান বলেন, মেয়েটি ছোট কাল থেকে মেধাবী। যদি একটু সুযোগ পায় তাহলে সে অনেক বড় কিছু হতে পারবে বলে আশা করছি। আপনার সাহায্য তার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে
ছাইনুমে মারমার এই যাত্রা যেন থেমে না যায়। একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে আপনি পারেন তার পাশে দাঁড়াতে।
সহযোগিতার তথ্য:
নাম: উবাথোয়াই মারমা (ছোট বোন)
মোবাইল নম্বর: 01301662389 (নগদ / বিকাশ)
ব্যাংক অ্যাকাউন্ট:
Bank account:4620101007050 (Sonali bank)
Bank account:0200023249544 (Agrani bank )
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com