২৯/০৭/২০২৫ খ্রিঃ অনুমান ১৪:০০ ঘটিকায় রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমন, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত গ্রুপের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) জনাব মোহাম্মদ কাউছার সিকদার মহোদয়ের দিকনির্দেশনায়, সহ অধিনায়ক (সুপার নিউমারারি পুলিশ সুপারপদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব শৈলেন চাকমা এর নেতৃত্বে, ২৪ নং লেদা রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ(সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শামীম আল ইমরান, জাদিমুড়া ক্যাম্পের(সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহরিয়ার বিন মান্নান, ২৪ নং লেদা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জনাব সুমন কর, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ক্যাম্প কমান্ডার(সহকারী পুলিশ সুপার) জনাব মোঃ হাসান হাফিজুর রহমান,পিপিএম সহ অন্যান্য অফিসার এবং ফোর্স, লেদা ক্যাম্পের বিভিন্ন ব্লক ও পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযান চলাকালীন সময়ে প্রকাশ্যে অনলাইন জুয়াখেলা অবস্থায় ০৩ জন জুয়াড়ী এবং মোবাইল কোর্ট পরিচালনায় বাঁধা প্রদানকালে ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে ০১। শহিদুল ইসলাম (২৪), পিতা-কামাল হোসেন, ওয়ার্ড নং-৮, ইউপি-হৃীলা, ০২। মোঃ আনাস (১৬), পিতা-মোঃ সিদ্দিক, ব্লক-এ/৫ এফসিএন- ২৬৫৯৫৫, ০৩। মোঃ জাকের (১৯), পিতা-মোঃ নাজির, ব্লক-এ/৫, এফসিএন-২৫৫৯৪২, সর্ব-সাং-ক্যাম্প-২৪(লেদা), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দের বিরুদ্ধে ধারা-১৮৬৭ সালের জুয়া আইন এর ৪ ধারায় সাব্যস্ত করিয়া ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন এবং ৪। ইমরুল কবির (২২), পিতা-জামাল হোসেন, ওয়ার্ড নং-০৮, ইউপি-হৃীলা, ৫। নুরুল আফছার (১৯), পিতা-নুর হোসেন, ওয়ার্ড নং-০৮, ইউপি-হৃীলা, উভয়-সাং-ক্যাম্প-২৪(লেদা), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দ্বয়ের বিরুদ্ধে ধারা-১৮৬০ সালের পেনাল কোড আইন এর ধারা ১৮৬ ভঙ্গ করায় ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com