প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১১:৫৮ এ.এম
পাটগ্রামে রাস্তা নিয়ে বিরোধ, স্থানীয়দের মাঝে উত্তেজনা

লালমনিরহাট জেলার পাটগ্রাম, ধবলসূতী ইউনিয়নের 5 নং ওয়ার্ড , খানপাড়া এলাকায় একটি হাঁটাচলার রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এলাকাবাসীর অভিযোগ, একটি সাধারণ চলাচলের রাস্তা দখলের পাঁয়তারা এবং সন্ত্রাসী কায়দায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. হাফিজুল ইসলাম পাটগ্রাম থানায় লিখিত অভিযোগে জানান, তার পরিবার ও আত্মীয়স্বজন দীর্ঘদিন ধরে উক্ত রাস্তাটি ব্যবহার করে আসছেন। কিন্তু একটি প্রতিপক্ষ গ্রুপ পরিকল্পিতভাবে রাস্তাটি দখলের চেষ্টা চালাচ্ছে এবং একাধিকবার অভিযোগপত্রে মোট ২২ জনের নাম উল্লেখ করে বলা হয়েছে, এদের মধ্যে কেউ কেউ এলাকায় ভয়ভীতি, হুমকি এবং দলবদ্ধভাবে দখলদারির চেষ্টা করছে। ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বারবার জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগকারীর দাবি। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, "যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।" এলাকাবাসীর দাবি, প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে যেন রাস্তার স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করা হয় এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়। এদিকে আহত ফরিদুল ইসলামের দাবি ঐদিন হঠাৎ করে তার পরিবারের ওপর বিশেষ করে তার মেয়ে, ফরিদুল ইসলামের শশুর এবং ফরিদুল ইসলাম এর স্ত্রীর ওপর অতর্কিতভাবে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্তরা ইট পাটকেল লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি হামলা অগ্নিসংযোগ, নগদ ৫০ হাজার টাকার লুটপাট ও ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় ফরিদুল ইসলাম ৯৯৯ নাম্বারে কল করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। এবং সংঘর্ষে গুরুতর আহতদের রংপুর মেডিকেলে চিকিৎসা প্রদান করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com