প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১২:১৭ পি.এম
সরাইলে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী খুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল কালিকচ্ছ নন্দীপাড়া গ্রামের সাবেক বিডিআর সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়ার ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারের বিকাশ ও কনফেকশনারী ব্যবসায়ী এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কালিকচ্ছ শাখার ফিল্ড অফিসার ছিলেন। পৈতৃক বাড়ি চাঁদপুর হলেও বর্তমানে ক্রয় সূত্রে তিনি কালিকচ্ছ মধ্যপাড়ার বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। জানা গেছে, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছেই সড়কে ওতপেতে থাকা ৪-৫ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে সঙ্গে থাকা মালপত্র ও টাকা-পয়সা লুটে নেয়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় পরে থাকতে দেখে তাঁর বাড়ির পরিবারের লোকদের খবর দেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, কীভাবে এই হত্যাকাণ্ড হয়েছে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com