প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১:০১ পি.এম
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে খুলনায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

খুলনা মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মহানগর শাখার ৩নং ওয়ার্ড সভাপতি আছিফুর রশিদ আছিফকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন কেদারনাথ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আছিফুর রশিদ আছিফ (৫৫) দৌলতপুরের মহেশ্বরপাশা রেলিগেট এলাকার মৃত আবুল হোসেন মিয়ার পুত্র। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে সন্ত্রাসী তৎপরতা চালানো ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, আছিফুর রশিদ বিভিন্ন সময়ে সংগঠনের নামে উসকানিমূলক কর্মকাণ্ড, হামলা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে। এ ঘটনায় নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আরও কিছু সন্দেহভাজনকে নজরদারির আওতায় আনা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com