প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১:১২ পি.এম
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় পালিত হলো মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হলো মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ৩০ জুলাই, বুধবার, বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক অনন্য অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, কেককাটা এবং গাছ বিতরণের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে এবং মাছরাঙা টেলিভিশনের ডিস্ট্রিক্ট রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, উদীচি শিল্পী গোষ্ঠির জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাইদুর রহমান শাহীন, শহর সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম-সম্পাদক এম রফিক, অর্থ সম্পাদক শেখ মাসুদ হেসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল গফুর সরদার, বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক শাহ আলম, সাতক্ষীরা সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জমান বাবু, এখন টিভির স্টাফ রিপোর্টার আহসান রাজিব, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি মো. আবুল হাশেম তার বক্তব্যে বলেন, “মাছরাঙা টেলিভিশন বাংলাদেশে একটি অত্যন্ত জনপ্রিয় এবং নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর বৈচিত্র্যময় অনুষ্ঠানগুলি সব বয়সী দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, যা প্রমাণ করে তার দক্ষতা এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা।”
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পরবর্তীতে সাতক্ষীরা প্রতিবন্ধী স্কুল এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com