প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১:২২ পি.এম
গলাচিপায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ

'দেশ প্রেমের শপথ নিন,দুর্নীতিকে বিদায় দিন'
এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা ২০২৫,মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩০ জুলাই রোজ বুধবার বেলা ১১ টায় উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন হলরুমে দুর্নীতি দমন কমিশন, সম্বনিত জেলা কার্যালয় পটুয়াখালী ও গলাচিপায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অংশগ্রহণ করেন গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সহ মোট ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।এসময় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিচারক মণ্ডলীর আসনে থাকেন গলাচিপা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম স্যার,গার্লস প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোসাঃ সাহিদা বেগম, বেইজবেল্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তালাল,রাকিবুল ইসলাম রুসেল। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অহিদুজ্জামান। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা দির্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রমেশচন্দ্র শীল। দুর্নীতি বিরোধী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গলাচিপ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, রানার্সআপ হয় চরখালী মাধ্যমিক বিদ্যালয়। এসময় অংশগ্রহণ করা ১৬ জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com