কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করে ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পরিপত্রের প্রতিবাদে আজ ৩০ জুলাই ২০২৫, বুধবার সকাল ১১টায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনটি সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা ও কেন্দ্রিক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শামীম নূর ইসলাম। সঞ্চালনায় ছিলেন আবু কালাম, সাংগঠনিক সম্পাদক, অক্সফোর্ড মডেল ইন্টারন্যাশনাল স্কুল। বক্তব্য রাখেন মোঃ শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন ফাউন্ডেশন, বাঞ্ছারামপুর উপজেলা শাখা।এছাড়াও বক্তব্য রাখেন ছলিমাবাদ ইসলামিয়া প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিগণ।মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের বঞ্চিত করা চরম বৈষম্য ও শিক্ষাবান্ধব সরকারের নীতির পরিপন্থী। তারা দাবি করেন, সকল শিশু সমানভাবে রাষ্ট্রের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে, তাই অবিলম্বে এ পরিপত্র বাতিল করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এর মধ্য ৭৫ টি কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে প্রায় ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০০ থেকে ১২০০ ছাত্র- ছাত্রী মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি যৌক্তিক সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com